অঙ্কের জগৎ ও অধ্যাপকের প্রেম
ইয়োকো ওগাওয়া
অনুবাদ অভিজিৎ মুখার্জি
বহু বছর আগে এক গাড়ি দুর্ঘটনার ফলে মাথায় আঘাত পাওয়া গণিতের এক অধ্যাপক ৮০ মিনিটের স্বল্পমেয়াদি স্মৃতির উপর নির্ভর করে জীবন কাটান। তাঁর জীবন ১৯৭৫ সালেই থমকে গেছে— রোজকার জীবনের ঘটমান বর্তমান তাঁর স্মৃতির অতীত, কিন্তু এই অঘটন অঙ্কের জগতে তাঁর অবাধ গতিকে রুখতে পারেনি। জুতোর মাপ, জন্মের তারিখ, চেনা সংখ্যা তাঁর হাত ধরে নতুন রূপে আত্মপ্রকাশ করে। অধ্যাপকের দেখা-শোনা করতে আসা গৃহকর্মী এবং তার দশ বছরের ছেলের জীবন অঙ্ক এবং পুনরাবৃত্তিকে আশ্রয় করেই ইয়োকো ওগাওয়ার উপন্যাস এক নির্মল কাব্যিকতার জন্ম দেয়। প্রতিটি নতুন সমীকরণের সঙ্গে জুড়ে যায় স্নেহ, সংবেদনশীলতা ও আশ্রয়ের বন্ধন যা ক্ষণস্মৃতির সীমাবদ্ধতার ঊর্ধ্বে।
প্রকাশনা যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রকাশনা [] বাকি তথ্য পেজের নিচে
Author & Translator
Yoko Ogawa
Translated by Abhijit Mukherjee
Publisher
Jadavpur University Press
ISBN
978-93-83660-97-1
Other Details
১৭৯ পৃষ্ঠা। পেপারব্যাক।
Category
ফিকশন, অনুবাদ, উপন্যাস
Tag
Onker Jogot O Odhyapoker Prem