এভাবে জন্ম নিল বাংলাদেশ
বীরেন্দ্রকুমার গৌড়
অনুবাদ উজ্জ্বল সিংহ
২৫ মার্চ ১৯৭১, মধ্যরাত্রির পর পূর্ববঙ্গবাসীদের দল ভারতীয় সীমা চৌকিগুলিতে হাজির হয়ে শেখ মুজিবের কথা উল্লেখ করে আশ্রয় ও সাহায্য চাইল। ঢাকায় তখন পশ্চিম-পাকিস্তানি সেনাবাহিনী ট্যাংক, কামান, মেশিনগান ইত্যাদি দিয়ে পূর্ববঙ্গের বুদ্ধিজীবী, ইউনিভার্সিটির অধ্যাপক, ছাত্র, আওয়ামি লিগ সমর্থক, নিরাপত্তাবাহিনী এবং হিন্দুদের ওপর নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছিল। বার্তাটা ছিল সামরিক-স্বৈরতন্ত্রের, যেটা শেখ মুজিবকে উতলা করে রেখেছিল। ১৯৭০-এর ডিসেম্বরে পাক-সংসদের সাধারণ নির্বাচনে আওয়ামি লিগ পূর্ব-পাকিস্তানের সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। মুজিব তখন সরকার গঠনের দাবি জানাচ্ছেন। ওদিকে পিপল্স পার্টির জুলফিকার আলি ভুট্টো, পাঞ্জাবি বংশোদ্ভূত সেনা-স্বৈরতন্ত্র, আমলাতন্ত্র ও পুজিপতি শ্রেণি কিছুতেই শেখ মুজিবকে ক্ষমতা হস্তান্তরিত করতে রাজি ছিল না। শেখ মুজিব সে বছর ফেব্রুয়ারির শেষ দিকে অসহযোগ ও অহিংস আন্দোলন শুরু করলেন। সেই আন্দোলন অত্যন্ত প্রভাব বিস্তার করে। পাকিস্তানের জনক মহম্মদ আলি জিন্না-র শাসনকাল থেকেই পাকিস্তানে কখনো গণতন্ত্রকে গুরুত্ব দেওয়া হয়নি। সেনাবাহিনীর হাতেই ছিল ক্ষমতা।
পাকিস্তানের স্বৈরাচারী শাসক ইয়াহিয়া খাঁ-এর নির্দেশে শুরু হয় বাঙালিদের ওপর দমনপীড়নের অপারেশন। লক্ষ-লক্ষ লোক মারা গেল। লক্ষ-লক্ষ শরণার্থী ভারতে আসতে শুরু করল। এমনিতে তো প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মুক্তিযোদ্ধাদের সাহায্যের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন। বি এস এফ-এর তৎকালীন মহানির্দেশক কে এফ রুস্তমজী সহ বহু সেনা-অফিসারকে দেশহিতের সিদ্ধান্ত নিয়ে মুক্তিযোদ্ধাদের পূর্ণ সহযোগিতার মৌখিক নির্দেশ দিয়েছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী।
নয় মাস ধরে চলা এই ঐতিহাসিক মুক্তিযুদ্ধের বহু অপ্রকাশিত কথা ‘এভাবে জন্ম নিল বাংলাদেশ’ সকলকে রোমাঞ্চিত করবে।
প্রকাশনা সােপান পাবলিশার্স [] বাকি তথ্য পেজের নিচে
Author
Virendra Kr. Gaur
Publisher
Sopan
ISBN
978-93-82433-66-8
Other Details
৩৪২ পৃষ্ঠা হার্ডব্যাক জ্যাকেট।
Category
ইতিহাস, দর্শন-সমাজ-রাজনীতি-অর্থনীতি
Tag
YUN JANMA BANGLADESH