চুক আর গেক
আর্কাদি গাইদার
সােভিয়েত দেশের অন্যতম সেরা লেখক আর্কাদি গাইদার। তিনি নিজে যুদ্ধক্ষেত্রে গিয়েছিলেন কিশাের বয়সে। কিশাের চোখ দিয়েই দেখেছেন যুদ্ধটাকে। সহকর্মীর মৃত্যু, মারণাস্ত্রের আঘাত, জয়ের আনন্দ, পরাজয়ের বেদনা সবই সয়েছেন তিনি। শারীরিক কারণে তার বিচ্ছেদ ঘটেছিল পরিবারতুল্য সেনাদলের সঙ্গে। কিন্তু যুদ্ধক্ষেত্রের সবকিছুই তাকে লেখালেখির প্রেরণা দিয়েছিল।
চুক আর গেক দু-ভাই। কারণে অকারণে একে অপরের সঙ্গে লেগেই থাকত তারা।তাই বলে তাদের ভাব ছিল না, তা নয়। চুক গােছালাে, গেক তেমনটা নয়। তাতে কী। গান গাইতে জানে যে সে। তারা থাকে মায়ের সঙ্গে মস্কোয়। বাপ তাদের তাইগার দুর্গম অঞ্চলে ভূতাত্ত্বিকের কাজ করে। মায়ের সঙ্গে দু-ভাই চলল বাপের সাথে দেখা করতে। লম্বা পথ। রেলগাড়ি, ঘােড়ার গাড়ি, স্লেজগাড়িতে করে অবশেষে গিয়ে পৌঁছল সেই ভূতাত্ত্বিক কাজের ক্যাম্পে। যেদিকে চোখ যায় শুধু বরফ আর বরফ। তারপর বাবার সঙ্গে কি দেখা হল তাদের?
আর্কাদি গাইদারের লেখা এই গল্পটি যুগ পেরিয়ে, শতক পেরিয়ে আজও জীবন্ত রয়ে গেছে শিশুদের ঝাঁপিতে।
প্রকাশক ছাড়পত্র প্রকাশন [] বাকি তথ্য পেজের নিচে
Author
A. Gaidar
ISBN
978-81-940973-5-8
Publisher
Charpatra Prakashan,
Category
ফিকশন- অনুবাদ, শিশু/কিশোর বই
Other details
৬৩ পৃষ্ঠা। পেপারব্যাক।
Tag
Chuk aar Gek