সুনীতি কুমার ঘোষ: অগ্রন্থিত প্রবন্ধ সংগ্রহ/সংকলন
সুনীতি কুমার ঘোষ
“এ পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি/ নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার”- কবির এই আর্তি তো কেবল তাঁর একার নয়,শোষণহীন সমাজ গড়ার প্রয়াসী সব মানুষের। রক্ত ঘামের প্রতি দায়বদ্ধতা থেকেই তাই শিক্ষক আন্দোলন, ভারত-সোভিয়েত মৈত্রী সংঘের কর্মী সুনীতি কুমার ঘোষ সমাজ বদলের লড়াইয়ে শামিল হন। মধ্যবিত্ত জীবনের সুখী নিশ্চয়তাকে ঝেড়ে ফেলে সরকারের চোখে চোখ রেখে মুচলেকা না দিয়ে বারাসাত সরকারি কলেজের শিক্ষকতার চাকরি প্রত্যাখ্যান করেন। রাজনৈতিকভাবে পার্টি সদস্যপদ ত্যাগ করতেও দ্বিধা করেননি। পরবর্তীতে খুঁজে নেন লড়াইয়ের লাল নিশান। নকশালবাড়ি সংগ্রামের প্রতিঘাতে গড়ে ওঠা বিপ্লবী কমিউনিস্ট পার্টি CPI (M-L)- এর সর্বোচ্চ নীতি নির্ধারক পদে নির্বাচিত হন জন্মলগ্ন থেকেই। সর্বভারতীয় ইংরেজি মুখপত্র লিবারেশনের দায়িত্ব পালন করেছেন। লড়াইয়ে সাময়িক ভাঁটা বা পিছু হটার সময়ে পার্টি লাইনের ওপর তাত্ত্বিক বই যেমন লিখেছেন আবার লড়াই পুনঃসংগঠিত হবার সময়ে পাশে থেকেছেন।বয়সকে হার মানিয়ে সেমিনারে সভা সমিতিতে উপস্থিত থেকে তাঁর মতামত জানিয়েছেন, মিছিলেও শামিল হয়েছেন। তখন তিনি কখনো আন্দোলনের সমর্থক, শিক্ষক বা কখনো অভিভাবক। তাঁর এই বর্ণময় পথ চলায় তাঁর লেখা চিঠি, পত্র-পত্রিকায় প্রকাশিত নিবন্ধ বা লিফলেট- সবই তো বিক্ষুব্ধ সময়ের দলিল। জেদি একরোখা ওকে মানুষের কথা বলা। ইতিহাসের অংশ। এ সব এক জায়গায় দু-মলাটে আনার প্রয়াস এই বই, যা অসম্পূর্ণ। কিন্তু শুরু তো হল। শেষ করবে আগামী ভবিষ্যৎ। এই বই সমাজমনস্ক গবেষক কর্মী ও গবেষকদের ভাবনার রসদ জোগাবে।এক ফেলে আসা অতীতকে ছুঁড়ে দেখতে সাহায্য করবে।
সম্পাদনা : শুভাশিস মুখার্জী
প্রকাশক : সেতু [] বাকি তথ্য পেজের নিচে
Author
Sunitikumar Gosh
Editor : Shubhashis Mukherjee
ISBN
9788194212911
Publisher
Setu Prakashani
Other Details
৩১৪ পৃষ্ঠা, রয়াল হার্দ-বাইন্ডিং
Category
দর্শন, সমাজ, রাজনীতি, অর্থনীতি
Tag
Suniti Kumar Ghosh: Agranthita Prabandha Sangraha