হরফচর্চা ৫
জুন ২০২৪
সম্পাদক সুস্নাত চৌধুরী
বর্তমান বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষাগোষ্ঠীর ব্যাপ্তি মুখ্যত যে-ভূখণ্ডে, গত দু-তিন মাস যাবৎ তার প্রতি ক্ষণ-পল কাটছে এক অশান্ত আবহে। আজ ভিন্ন দেশের নাগরিক তাঁরা, প্রসঙ্গও ভিন্ন তাঁদের—তবু সমাপতনের মতো উত্তাল সমসময় কোথাও যেন সেই ভাষাগোষ্ঠীকে আরেক বার জুড়ে নিয়েছে। তাঁরা পথে নেমেছেন। চিৎকার করেছেন। শুভবুদ্ধিসম্পন্ন সংখ্যালঘু মানুষ ভরসা রেখেছেন পারস্পরিকতায়। মাতৃভাষায়, মাতৃলিপিতে ধিক্কৃত হয়েছে স্বৈরাচারী শাসক। মিথ্যাচারকে নগ্ন করতে সচেষ্ট হয়েছে আনাড়ি স্লোগান, অপটু গ্রাফিতি।
এমতাবস্থায় পূর্বপরিকল্পনার সুনির্দিষ্ট লেআউট ভেঙে বেরিয়ে আসা ছাড়া গত্যন্তর খুঁজে পায়নি ‘হরফচর্চা’। যদিও আমরা নিশ্চিত নই কলম ও তরবারির বহুশ্রুত সমীকরণে। আমরা জানি না, বুলেট ও অক্ষরের অভিঘাত তুলনীয় কি না। এমনকী, এই ক্রান্তিকালে কেউ যে কোথাও ওত পেতে বসে নেই, তা অন্ধভাবে বিশ্বাস করার মতো সরলমনাও আমরা হয়ে উঠতে পারিনি। আমাদের সীমিত ক্ষমতায় এই সাদামাটা কাজ এ-সময়ের অস্থির হরফচর্চাকে অংশত নথিবদ্ধ করে রাখার সামান্য প্রয়াস ছাড়া আর কিছুই নয়। যা বস্তুত সমাজ-রাজনীতির জটিল আবর্তে বাংলা হরফের সরল ও বক্র রেখাগুলি আরেকভাবে চিনে নিতে চাওয়া।
প্রকাশনা বোধশব্দ [] বাকি তথ্য পেজের নিচে
Editor
Susnato Chowdhury
Publisher
Bodhshabdo
Other Details
৩১ পৃষ্ঠা। পেপারব্যাক।
Category
ননফিকশন, গ্রন্থচর্চা
Tag
HARAPHCARCA 5