top of page
Writer's pictureBoi Porboi

উৎসর্গপত্র

অনির্বাণ রায়


বই কথাটা এসেছে আরবি ওয়হী থেকে, অর্থ দিব্যবাণী। মানুষের মতাে বইও নানা অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট যার অন্যতম উৎসর্গপত্র। এর সূচনা হয়েছিল রােজার অ্যাস্কাম-এর হাতে। তার প্রথম বই ‘টক্সোফিলাস’ (১৫৪৫) তিনি উৎসর্গ করেছিলেন রাজা অষ্টম হেনরিকে। বাংলা বইতে উৎসর্গপত্রের সূচনা হয় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়-এর ‘বাংলা কবিতা বিষয়ক প্রবন্ধ (১৮৫২) দিয়ে। সেই থেকে আজও অব্যাহত আছে বাংলা বইতে উৎসর্গপত্র যদিও কালের নিয়মে তার গায়ে লেগেছে পরিবর্তনের হাওয়া। পদ্যে-গদ্যে এক থেকে একাধিক ছত্রে উৎসর্গপত্রের আয়তন-বিস্তৃতি। তাতে ধরা থাকে বিশেষ কণ্ঠস্বর, দৃষ্টিভঙ্গি, মর্জিমেজাজ, সমাজসময়ের ধূসর ছবি, ইতিহাসের টুকরাে, জীবনের ভগ্নাংশ, ধাঁধা, মজা এমন কত কী। মহাসাগরপ্রতিম উৎসর্গপত্রের বৈচিত্র্য-বিশালতা কোনাে একটি সংকলনে হাজির করা দুরূহ। বক্ষ্যমাণ সংকলনটি সেই বিচারে একটি যৎসামান্য প্রয়াস।

প্রকাশক : সোপান পাবলিশার্স





Comments


bottom of page