top of page

তারাশঙ্করের গল্পগুচ্ছ

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়


মৃত্তিকাসম্ভব জনজীবনের অবিস্মরণীয় কথাকোবিদ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তার ছােটোগল্পের সংখ্যা প্রায় দুশাে। এই প্রথম তার সমগ্র ছােটোগল্প কালানুক্রমিকভাবে সাজিয়ে তিন খণ্ডে প্রকাশিত হচ্ছে। সাহিত্যসাধনার আদিলগ্নে ‘কামন্দক’ ছদ্মনামে তিনি যেসব গল্প রচনা করেছিলেন, সেই থেকে শুরু করে তার ছােটোগল্পের বিবর্তন ও বিকাশ এক বিশেষ মাত্রায় উত্তোরিত হয়েছিল। তারাশঙ্করের

ব্যক্তিজীবনও কম বিস্ময়কর নয়। সম্পাদনায় তারাশঙ্করের সেই জীবনকে তথ্যভিত্তিক আলােচনায় তাঁর সাহিত্যজীবনের সঙ্গে সুগ্রথিত করা হয়েছে। এই খণ্ডে ৬৫টি ছােটোগল্প সংকলিত হয়েছে। এবং সন্নিবিষ্ট গল্পগুলির আলােচিত হয়েছে। তারাশঙ্করের ধ্রুপদি গল্পগুলির সঙ্গে ভূমিকা-অংশে কবিসমালােচক অধ্যাপক শ্রীজগদীশ ভট্টাচার্যের লেখা তারাশঙ্করের জীবনী ও তার সাহিত্যসাধনার আলােচনা পাঠকের কাছে অত্যন্ত মূল্যবান বিবেচিত হবেযেন তারাশঙ্করকে নতুন করে আবিষ্কার।

সম্পাদনা : জগদীশ ভট্টাচার্য

প্রকাশক : সাহিত্য সংসদ




Comments


bottom of page