top of page

স্মৃতির কলাভবন

কে. জে. সুব্রহ্মণ্যন




কলাভবন নিছক শিল্পশিক্ষা কেন্দ্র নয়। স্বাধীন চিন্তাভাবনা ও আবিষ্কারের ক্ষেত্র। অতীতের কলাভবনকে এই ভূমিকাতেই দেখে এসেছি আমরা। আজ, আন্তর্জাতিক শিল্পজগতে কলাভবনের প্রভাব কীরকম? অতীত ঔজ্জ্বল্যকে সে কি আজও ধরে রাখতে পেরেছে, নাকি সময়ের প্রসারিত পলিতে চাপা পড়েছে ফল্গুধারার বহমান উচ্ছ্বাস? গ্রন্থটি এ-কারণেই প্রাসঙ্গিক। শতবর্ষ স্পর্শ করল কলাভবন, এই আনন্দক্ষণে একবার ফিরে দেখা, সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে...





প্রকাশক দেবভাষা




Comments


bottom of page