top of page

লেখক : শাহ্‌যাদ ফিরদাউস



শাহ্‌যাদ ফিরদাউস বাংলা ভাষার এমন একজন লেখক যার লেখায় কোনো রিপিটেশন নেই। প্রত্যেকটার কাহিনি আলাদা। তবে দর্শন ছাড়া ফিরদাউস লিখতে পারেন না। তাঁর কাহিনিতে অন্তর্গত স্রোতের মত মানব সভ্যতার এক ভয়াবহ নমুনা যা মানুষেরই তৈরি করা, হত্যা গণহত্যা নিধন ত্রাস তাঁর অবলোকনের দর্শন হয়। কাজ করেছেন চিত্রপরিচালক গৌতম ঘোষ সাথে, যাঁকে তিনি "মনের মানুষ" সিনেমায় কাহিনি ও গান রচনা করে সাহায্য করেছেন। লালনের গুরুর কোনো গান সংরক্ষণ হয়নি, "জলের ওপর পানি, না পানির ওপর জল / বল তোরা বল " এটা শাহযাদ ফিরদাউসের লেখা এবং জনপ্রিয় হয়। "ব্যাস" তার প্রথম উপন্যাস (১৯৯৫)। আলতামাস, প্লেগ, মহাভার, পালট মুদ্রা এইসব তাঁর উপন্যাসের নাম। শাহযাদ ফিরদাউসের দুটি নতুন বই বের হয়েছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ খোয়াবনামা তার নতুন দু'টি বই 'ইহদেহ' আর 'জলের উপরে পানি না পানির উপরে জল?' বের করেছে। সৌজন্য : রকমারি

12 views

Comentarios


Los comentarios se han desactivado.
bottom of page