রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রয়াত গােপাল হালদারের সম্পাদনায় এই সংকলনটি প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের সার্বিক প্রতিভার বিশ্লেষণ করেছেন বিশিষ্ট চিন্তাবিদরা যাঁরা সকলেই আজ প্রয়াত। সেদিন তারা যে আলােচনা ও বক্তব্য উপস্থিত করেছিলেন তার মূল্য আজকের দিনেও রয়েছে এবং রবীন্দ্রচর্চার ক্ষেত্রে চিরায়ত মূল্যে অবস্থান করছে। দীর্ঘদিন বইটি ছাপা ছিল না। রবীন্দ্র অনুসন্ধিৎসু অনেকেই আমাদের কাছে বইটি পুনর্মুদ্রণের জন্যে অনুরােধ জানান। সে কারণে এবং রবীন্দ্র সার্ধ জন্মশতবার্ষিকী উপলক্ষে বইটি পুনর্মুদ্রিত হল।
সম্পাদক : গোপাল হালদার প্রকাশক : ন্যাশনাল বুক এজেন্সি
댓글