মৃণাল সেনের ফিল্মযাত্রা
- Boi Porboi
- Nov 19, 2021
- 1 min read
শিলাদিত্য সেন

১৯৯১ সাল থেকে মৃণাল সেনের ছবি নিয়ে লেখালেখি শুরু করেন শিলাদিত্য সেন এবং ক্রমশ তাঁর সান্নিধ্য লাভ করেন। তাঁদের নিরন্তর পারস্পরিক কথোপকথনে উন্মোচিত হয় মৃণাল সেনের পরিচালক হয়ে ওঠার এবং পরিচালক-জীবনের গল্প। দগদগে সমকালীন পারিপার্শ্বিককে মৃণাল সেন একজন বুদ্ধিদীপ্ত, বিচারশীল চিত্রপরিচালকের নীতিবোধ ও নান্দনিকতায় ধরেছেন তাঁর ছবিতে। আর তা করতে তিনি অবিরাম ভেঙেছেন ফিল্মের প্রচলিত প্রথা-পদ্ধতিকে, সৃষ্টি করেছেন নতুন ভাষা। এই সবই শিলাদিত্য ব্যক্ত করেছেন এই বইতে।
প্রকাশক প্রতিক্ষণ
Comments