top of page

কাঙাল হরিনাথ



রামমােহন প্রবর্তিত ব্রাহ্মসমাজ, রাধাকান্ত দেব প্রবর্তিত ধর্মসভা এবং ডিরােজিও-র অনুসারী ইয়ং বেঙ্গল গােষ্ঠী - এই তিনটি ধারার সামাজিক আন্দোলন উনিশ শতকের বাঙলাদেশে সমাজপ্রগতির প্রেক্ষিতে বিশিষ্ট ভূমিকা নিয়েছিল। এইসব সামাজিক আন্দোলনগুলি তাদের বিকাশের ভিন্নমাত্রিক পর্যায়ে সমসময়ের লেখক-সাংবাদিক-বুদ্ধিজীবীদের চিন্তা-মননে একদিকে যেমন প্রভাব বিস্তার করেছিল তেমনই তাদের নতুন নতুন চিন্তার ও তার প্রায়ােগিক অনুশীলনে উদ্যোগী করেছিল। এই আবহে উনিশ শতকের বিশিষ্ট সমাজবিপ্লবী ও গ্রামীন বুদ্ধিজীবী কাঙাল হরিনাথ মজুমদারের (১৮৩৩-১৮৯৬) অবস্থান ও অনুশীলিত কর্মকাণ্ডের নির্মোহ আলােচনা এই উনিশ শতকের সামাজিক আন্দোলন কাঙাল চিনিনাথ ও গ্রামবার্তা প্রকাশিকা' গ্রন্থ।

2 views

Comments


bottom of page