কাব্যসংগ্রহ
- বই-চা-ঘর
- Nov 30, 2020
- 1 min read
Updated: Nov 18, 2021
প্রসূন বন্দ্যোপাধ্যায়

প্রথম কাব্যগ্রন্থ ‘বালি ও তরমুজ’-এই নিজের অবস্থানকে স্পষ্ট করে দিয়েছিলেন ১৯৭০-এর দশকের এই কবি। তাঁর কবিতায় প্রলম্বিত হয়েছে ‘উত্তর কলকাতা’ নামের এক মায়া-অঞ্চল, তাকে ঘিরে আবর্তিত হতে থাকা মানুষজন, ঘরদুয়ার। তাঁর কবিতা যেন এক স্বতন্ত্র সভ্যতারই কাহিনী। এই সংগ্রহে রয়েছে ২০১৯ পর্যন্ত কবির যাবতীয় কাব্যগ্রন্থ ও অগ্রন্থিত কবিতাবলী।
প্রকাশনা : রাবণ
Comments