top of page

বই প্রিভিউ : 'জেলে ত্রিশ বছর ও পাক-ভারত স্বাধীনতা সংগ্রাম'

অগ্নিযুগ গ্রন্থমালা ৮

ত্রৈলােক্যনাথ চক্রবর্তী (মহারাজ)


"আমার জীবন সফল হয় নাই, আমি সফলকাম বিপ্লবী নই.."


৪০ বছর আগের সেদিন বাইরে প্রবল বৃষ্টি, ছুটির ঘন্টা বেজে গেছে, তবু বাংলা মিডিয়াম ইশকুলের প্রৌঢ়, দেশপ্রেমিক আদর্শবাদী হেডমাস্টারমশাই হাতের বইটি থেকে আবেগমন্দ্র স্বরে পড়ে চলেছেন এক ক্ষণজন্মা বিপ্লবীর স্মৃতিকথা। ১৫ বছর বয়সী ছাত্রেরা ছুটি ভুলে বেঞ্চ আঁকড়ে শুনে চলেছে - "...আমার দেশের মানুষ অনুশীলনের দ্বারা পূর্ণ মানুষ হইয়া উঠিবে, থাকিবে না ক্ষুদ্র স্বার্থচেতনা, দুর্নীতি, বঞ্চনা, বৈষম্য ও শােষণ,—এই স্বপ্নই দেখিয়াছিলাম—আজ দেশ স্বাধীন হইয়াছে,—ব্রিটিশ প্রভুত্বের অবসান ঘটিয়াছে বটেই; কিন্তু দেশ ও জাতিকে চরিত্র-গৌরবে বড় করিয়া তুলিবার যে আদর্শ ছিল বিপ্লবীর, যে দায়িত্ব ছিল বিপ্লবীর তাহা সফল হইল কই? তাই তাে স্বাধীনতার পরে দেশকে যেমনটি দেখিবার স্বপ্ন দেখিয়াছিলাম, সেই স্বপ্ন আজও বাস্তবে রূপায়িত দেখিতে পাই না। মানুষকে গতানুগতিক গ্লানি ও দুঃখ দৈন্যের ঊর্ধ্বে তুলিয়া লইয়া যাওয়ার মধ্যে তাে বিপ্লবীর সাধনার সিদ্ধি। কিন্তু সেই সিদ্ধি আনিতে পারি নাই; তাই মর্মান্তিক বেদনা-বােধ করিয়া বলিতে বাধ্য হইয়াছি - আমার জীবন সফল হয় নাই।"


ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর ('ত্রৈলোক্য মহারাজ' নামে সমধিক পরিচিতি, জন্ম ময়মনসিংহে ১৮৮৯ সালে, মৃত্যু দিল্লিতে ১৯৭০-এ) 'জেলে ত্রিশ বছর' এবং 'পাক-ভারত স্বাধীনতা সংগ্রাম' এই দুটি বইয়ের একত্রিত ব়্যাডিকাল সংস্করণকে মূলত একটি কারাস্মৃতিকথন ভাবলে ভুল হবে। জেলের বাইরে যে জেল - ব্রিটিশ ইন্ডিয়া - তাকে ভাঙার জন্য এ'দেশের সশস্ত্র সংগ্রামের এক পূর্বাপর দলিল এটি। ত্রৈলোক্য মহারাজ শুরু করেছেন 'সিপাহী যুদ্ধ' দিয়ে, আর শেষে পৌঁছেছেন 'সমাজবাদ কী ও কেন'-তে।

এই সুদীর্ঘ যাত্রাপথে এসেছে - বিপ্লবী দলের উৎপত্তি ও কর্মধারা • অস্ত্র সংগ্রহ, বোমার কারখানা, 'বাঙালি মরিতে জানে' • লাহোর/বেনারস/দিল্লী/বরিশাল ষড়যন্ত্র, আন্দামান • রাউলাট বিল, সত্যাগ্রহ • ভগৎ সিং ও অ্যাসেম্বলি বোমা • অনুশীলন সমিতির অনুপুঙ্খ ইতিহাস • বালেশ্বর, চট্টগ্রাম, গৈরুলা, এলাহাবাদ • প্রতিশোধ - নরেন গোঁসাই থেকে কার্জন উইলি হত্যা • দক্ষিণেশ্বর বোমা মামলা থেকে রডা কোম্পানির অস্ত্র লুঠ • রাসবিহারী থেকে সুভাষ বোসের 'পলায়ন' • জালালাবাদ • আজাদ হিন্দ গভর্নমেন্ট • বাংলায় বিপ্লবী দলের আশ্রয়কেন্দ্র • এবং অতীব প্রয়োজনীয় অধ্যায় 'বিভিন্ন বিপ্লবী দল' [ আত্মােন্নতি সমিতি (কলকাতা)---যতীন মুখার্জীর দল (কলিকাতা)---যতীনদার দল (উত্তরবঙ্গ)---সাধনা সমিতি (ময়মনসিংহ)---স্বামী প্রজ্ঞানানন্দের দল (বরিশাল)---স্বামী অবজ্ঞানানন্দের দল (বরিশাল)—সূর্যসেনের দল (চট্টগ্রাম)—পূর্ণদাসের দল (মাদারীপুর)—শ্রীসঙ্ঘ (ঢাকা) ]।

এর সঙ্গে লেখকের ছ'বার জেলে যাওয়ার স্মৃতিচারণ অবশ্যই রয়েছে, তার মধ্যে আলাদা করে মনোযোগ আকর্ষণ করে 'মাদ্রাজের বিভিন্ন জেলে' অধ্যায়টি।

স্বদেশের মাটি ছেনে সংগ্রহ করা দুর্লভ সব অভিজ্ঞতা আর হৃদয়ের গভীর থেকে উঠে আসা দেশপ্রেমের ফসল এ বইটির ভাষা ও চলন সহজ, সরল, পারিপাট্যবর্জিত কিন্তু জীবনবোধ ও রসবোধে ভরপুর। 'জেলে ত্রিশ বছর' অপঠিত থাকলে বাংলার ও ভারতের ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামের ধারাটির সাথে পরিচয় অসম্পূর্ণ থেকে যাবে। মার্কসবাদের সম্পৃক্ত পাঠ না থাকলেও সমাজতন্ত্রের প্রাথমিক ধারণাটি ত্রৈলোক্যনাথের মতো বিপ্লবীদের '৪৭-এর পরেও কীভাবে উদ্বুদ্ধ করেছিল, তারও সাক্ষ্য দেয় বইটি।

জেলে ত্রিশ বছর ও পাক-ভারত স্বাধীনতা সংগ্রাম ।। ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ।। প্রকাশক: ব়্যাডিকাল ইম্প্রেশন, কলকাতা ।। ২৫৬ পৃষ্ঠা ।। মূল্য ৩০০ টাকা ।।



8 views

Comments


bottom of page