এ' সপ্তাহ নারীর
- বই-চা-ঘর
- Dec 9, 2021
- 1 min read

রানি শিরোমণি। বেগম রোকেয়া। হৈমবতী সেন। প্রীতিলতা ওয়াদ্দেদার। ননীবালা দেবী। সাবিত্রী রায়। ইসমত চুঘতাই। নিরুপমা বরগোহাঞী। কেয়া চক্রবর্তী। সুরমা ঘটক... কিংবা চাপা পড়া, অন্ধকারে রয়ে যাওয়া আরো অনেক, অনেক ক'টি নাম।
অবরোধবাসিনীদের অবরুদ্ধ ভাষা। অথবা অবরোধ ভাঙার গান। পুরুষভাষ্যের বাইরে নিজের স্বরকে খুঁজে বের করার অসমতল যাত্রাপথ। সপ্তাহ জুড়ে নারীদের লেখা, নারী বিষয়ে লেখা বাছাই বইয়ের সম্ভার।
Comments