অলোকরঞ্জন দাশগুপ্ত
তবু কেন থেকে-থেকে ক্যাম্প ডেভিডের কাছে আসি,
তাকে ছুঁয়ে যাই! সে তাে ইজ্রায়েল ইজিপ্টের ভিতরে
আনবে না মিলনমৈত্রী, তবু কেন মধ্যপ্রাচ্যে এলে
এখানেই ছুটে আসি; টিফিনের কৌটোয় তখন
খর্জুর তরমুজ থাকে—যদিও এখানে বলা ভালাে
আমি ফলাহারী নই, তা সত্ত্বেও যাকে ভালােবাসি
সেই নারী দূরভাষে আজকেও যখন দিনশেষে
জানতে চাইবে কিছুমিছু খেয়েছি তাে, বলতেই পারব না
এমন-কি ফল খাইনি, তার মানে আজকেও আমার
দিনটা নিষ্ফল গেল -- আজকেও না-খেয়ে না-দেয়ে
এসেছি ক্যাম্প ডেভিড়ে, আসবার আগেই চেয়ে দেখি
ছিন্নমুণ্ড তিনজন হেঁটে গেল দু-তিন যােজন,
আরেকটু বাঁচার জন্যে তাদের কী তীব্র আয়ােজন!
আর যারা তাদের নিহন্তা দেখি তাদের উল্লাস
অবশ্যই বেশিক্ষণ অক্ষুন্ন থাকেনি, তার মানে
যারা কিনা হত্যা করে তাদের মধ্যেও আজ কোনাে
সংঘের সংগতি নেই, হননের আগে রিরংসার যেটুকু সংহতি ছিল, হননের পরে আচম্বিতে
লুপ্ত হয়ে যায়, আর তখনই ঘাতক দুই ভাই
দু-দলে বিভক্ত হয়ে তৈরি করে মৃত্যুর গড়খাই— তবু কেন থেকে-থেকে ক্যাম্প ডেভিডের কাছে আসি, যা কিনা অমীমাংসিত তাকে আলিঙ্গনে ছুঁয়ে যাই!
কবিতার নাম মধ্যপ্রাচ্যে
কাব্যগ্রন্থ দোলায় আছে ছ'পণ কড়ি
প্রকাশক অভিযান পাবলিশার্স
Comments