অমর মিত্র
সাহিত্যের মত ও পথের যেমন নির্দিষ্টতা নেই, বিষয়ও তেমনি অফুরান। এই উপন্যাসের পটভূমি প্রাচীন ভারতের নগর উজ্জয়িনী, শিপ্রা নদী আর তার চারদিক - পশ্চিমের সৌরাষ্ট্র, মরুদেশ, উত্তর-পশ্চিমের সিন্ধুনদ, পুরুষপুর, গান্ধারবাহিক দেশ, হিন্দুকুশ পর্বতমালা, অক্সাস নদী, দক্ষিণের বিদিশা নগর, পুবের পাটুলিপূত্র থেকে লােহিত নদ যেন সমগ্র ভারতবর্ষই। এই উপন্যাস সেই সময়ের কথা যে সময় আছে কালের ধূসর ছায়ার ভিতরে মুখ লুকিয়ে। উজ্জয়িনী নগরে প্রচলিত একটি লােককথা এই উপন্যাসের মূলসূত্র। সেই লােককথা বিস্তারিত হয়েছে মেঘ নির্ভর ভারতবর্ষের হৃদয়ের কথায়। বাস্তবকে বাস্তবতার ইন্দ্রজালে উত্তীর্ণ করে দিয়েছেন কল্পনাপ্রবণ এই লেখক। দেবদাসী, গণিকা, রাজরানী থেকে সামান্য গৃহবধূ, গ্রামবালিকা, শূদ্ৰনারী, শূদ্র, নিষাদ—এক ভারতবর্ষ তার সময়ের চিহ্ন নিয়ে ধূসরতা থেকে জেগে উঠেছে উপন্যাসের বাস্তবতায়। ধ্রুবপূত্র নির্বাসিত, তাই নগর যেন অন্ধ হয়ে যায়। আশ্চর্য এক নির্বাসন ও প্রত্যাবর্তনের কথা এই সৌন্দর্যময় আখ্যানে বিস্তৃত হয়েছে আলােছায়ার বিস্তারের মতাে, ধ্রুপদী সঙ্গীতের মতাে।
প্রকাশক : করুণা প্রকাশনী
Comments