দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
চারের দশক থেকে অধ্যাপক দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় বস্তুবাদী দর্শনের উপর যে কাজটি শুরু করেছিলেন, তখনকার পণ্ডিতেরা তা ভাবতেও পারেন্নি। বহু বছর আগে বের হয়েছিল তাঁর বিখ্যাত বই 'লোকায়ত দর্শন'। তারপর বস্তুবাদী দর্শন, চার্বাক দর্শনের ব্যাখ্যা ও ইতিহাস বিশ্লেষণে অবিচ্ছিন্নভাবে স্বকীয়তার ছাপ রেখে গেছেন তিনি। তাঁর 'লোকায়ত দর্শন'-উত্তর ভাবনাচিন্তার সংহত ফসল বলা চলে এই বইটিকে। প্রকাশক অনুষ্টুপ
Comentários