top of page

আরকান-রাজসভায় বাঙ্গালা সাহিত্য

(১৬০০-১৭০০ খ্রীষ্টাব্দ)

প্রণবকুমার সাহা ও সৈয়দ মােহাম্মদ শাহেদ


‘আরকান রাজসভায় বাঙ্গালা সাহিত্য' সাহিত্যের ইতিহাস হিসেবেও আদর্শস্থানীয়। বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসের একটি অন্ধকারাচ্ছন্ন অধ্যায়কে আশ্চর্যরূপে তুলে ধরা হয়েছে। গ্রন্থে আছে মােট সাতটি অধ্যায়। সূচনা পর্বে আছে রােসাঙ্গ রাজসভার পরিচয়, পরবর্তী অধ্যায়ে আলােচিত হয়েছে রােসাঙ্গ - চট্টগ্রাম সম্পর্ক নিয়ে। পঞম অধ্যায়ে বাংলা সাহিত্যের ধারার উদ্ভব; আন্তঃভারতীয় সাহিত্য উপকরণের সংশ্লেষণ এবং বাংলা সাহিত্যে মুসলমানদের অবদান নিয়ে ব্যাখ্যা করা হয়েছে। ষষ্ঠ অধ্যায়ে সপ্তদশ শতক ও পরবর্তীকালে বঙ্গের পূর্বাঞ্চলীয় কবিদের ওপর রােসাঙ্গ রাজসভার কবিদের প্রভাব বর্ণনা করা হয়েছে। সপ্তম অধ্যায়ের বিষয়, আলােচ্য সাহিত্যের সমাজতত্ত্ব বিশ্লেষণ - এটি সাহিত্যের ইতিহাসের উপরি পাওনা।


প্রকাশক : সােপান পাবলিশার্স





Comentarios


bottom of page